সোমবার ১৩ই নভেম্বর রাত আনুমানিক চারটার দিকে কর্মস্থান থেকে বাড়ি ফেরার পথে গণমাধ্যম কর্মী সাগর বাদশা মিরপুর এক নম্বর পাশেই বুদ্ধিজীবী কবরস্থানে সংলগ্ন আড়তের ডাবের গাড়ি থেকে লেবারদের ডাব নামাতে দেখে সাগর বাদশা কৌতূহল বসন্ত আড়তের কর্মকর্ত একজনকে জিজ্ঞেস করলেন তাই কোথা থেকে এনেছেন আর পাইকারি কত করে বিক্রি করছেন এই কথা জিজ্ঞেস করতেই আড়তের মালিক এগিয়ে এসে সাগর বাদশা গলায় ঝুলানো অফিসের আইডি কার্ডটি দেখে বুঝতে পারে সাগর বাদশা একজন সংবাদ কর্মী এটা বুঝতে পারেই আড়তে মালিক ক্ষিপ্ত হয়ে সাগরের গলায় আইডি কার্ড ধরে বলতে লাগল যে আর কখনো আমার এখানে আসলে এই আইডি কার্ড গলায় যেন না দেখি এটা পকেটে রেখে দাও!
ঠিক আছে তুমি তুমি সাংবাদিক তাই বলে তুমি আমার এখানে তথ্য সংগ্রহ করতে আসবা তোমার তো এখানে তথ্য সংগ্রহ করতে আসাটাই রং হয়েছে তুমি তুমি আমার খাবার কাম করছো