বিনা টিকিটে ট্রেনে উঠে মারধরের শিকার, ৪৪ মিনিট আটকে রাখলেন শিক্ষার্থীরা





 গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে ট্রেনের টিকিট কালেক্টরের ধস্তাধস্তি হয়েছে। গতকাল রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুর রেলস্টেশনে ট্রেনটি প্রায় পৌনে এক ঘণ্টা আটকে রাখেন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ওই ছাত্রের নাম আবদুর রাজ্জাক। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় লেভেলের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি অভিযোগ করেছেন, টিকিট দেখাতে না পারায় মতিউর রহমান নামের একতা এক্সপ্রেসের একজন টিকিট কালেক্টরসহ দুজন তাঁকে মারধর করেছেন।


Post a Comment

Previous Post Next Post