পর্দা নামল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এক সপ্তাহের চলচ্চিত্র যজ্ঞ শেষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে পর্দা নেমেছে উৎসবের ২৯তম আসরের। সমাপনি দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।
উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘মন পতঙ্গ’। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘অসম্পূর্ণ’ নামের একটি ছবি।
এশিয়ান সিলেক্ট তথা নেটপ্যাক অ্যাওয়ার্ড পেয়েছে মায়ানমারের সিনেমা ‘ব্রোকেন ড্রিমস’। এটি নির্মান করেছেন নিনফোল্ড মোসাইক। ভারতীয় ভাষা প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি হয়েছে রজনি বাসুমাতারি নির্মিত ‘গড়াই পাখরি’। ‘অভনি কি কিসমত’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শনেত অ্যান্থনি। আর বিশেষ জুরি পুরস্কার গেছে হাওবাম পবন কুমার নির্মিত ‘‘জোসেফ’স সন’’ ছবির ঝুলিতে।