আশুলিয়ার রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।


 ৮ই মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় মৃতের নামাযে জানাযা শেষ করে আশুলিয়ার পাড়াগাঁও ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী সহ সুধী সমাজ।


মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, রুবেলের হত্যাকান্ডে পাড়াগ্রাম ও সাভার আশুলিয়ায় নেমে এসেছে শোকের মাতম।   


অনেকেই বলেছেন রুবেল ছিলো একজন সৎ নিষ্ঠাবান সৃজনশীল মানুষ।তার মতো আর যেনো কেউ এমন নৃশংস হত্যাকান্ডের শিকার না হয়। আর যেনো কোনো মায়ের বুক খালি না হয়। এর আগে ৭ই মে দুপুরে ঢাকা জেলার সাভার থানাধীন দেউল গ্রামে মাছের ঘেরের পাশে অস্ত্রধারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারা যান রুবেল মন্ডল।জানা যায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডলকে পরিকল্পিত ভাবে হত্যা করেছেন সন্ত্রাসীরা।


এ ঘটনায় নিহতের স্ত্রী রিমি আক্তার বাদী হয়ে ঐ দিনই সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত আলাউদ্দিন নামের একজন কে আটক করেছেন।


সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন,মামলা হয়েছে তদন্ত চলমান,হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।গ্রেফতার হবে সকল সন্ত্রাসী,সন্ত্রাসীদের গ্রেফতার কার্য অব্যাহত থাকবে।



Post a Comment

Previous Post Next Post