বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক ও উপস্থাপক হাসনাত জোবায়ের






 বর্তমান সময়ে দেশের অন্যতম আলোচিত সাংবাদিক ও উপস্থাপক হাসনাত জোবায়ের। শোবিজ জগতের নানা বিষয় উঠে এসেছে তার প্রতিবেদনে। তার উপস্থাপনায় বিভিন্ন তারকার আলাপচারিতা হয়েছে ভাইরাল। বিনোদন জগতের বাইরেও দেশের নানা আলোচিত ঘটনা তুলে ধরেছেন টিভির পর্দায়। এবার কাজের স্বীকৃতি হিসেবে পেলেন লাবণ্য অ্যাওয়ার্ড।

শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত লাবণ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকতা ও উপস্থাপনা ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পান হাসনাত জোবায়ের। এদিন উপস্থিতি ছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ শোবিজের অনেক তারকা।


এ প্রসঙ্গে হাসনাত জোবায়ের বলেন, ‘যেকোনও সম্মাননা আনন্দের। আর অ্যাওয়ার্ড পেলে কাজের আগ্রহ অনেক বেড়ে যায়। আমি ধন্যবাদ জানাই তাদের যারা আমাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করেছেন। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার প্রিয় কর্মস্থল দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের প্রতি।’


সাংবাদিক হাসনাত জোবায়ের বেড়ে উঠা টাঙ্গাইল জেলার শালবনে ঘেরা মধুপুর উপজেলায়। ভারতের শিমলা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগে স্নাতক শেষ ২০১৮ সালে শুরু করেন সাংবাদিকতা ক্যারিয়ার। সাংবাদিকতা ও উপস্থাপনার পাশাপাশি মডেলিং, অভিনয় ও নাটক নির্মাণে ব্যস্ত সময় পারছেন এই তরুণ তুর্কী।

Post a Comment

Previous Post Next Post