জাতীয় নাগরিক পার্টি -এনসিপি'র মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম বলেছেন, দ্রূত নয়, বরং সচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য

 



জাতীয় নাগরিক পার্টি -এনসিপি'র মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম বলেছেন, দ্রূত নয়, বরং সচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে, বিচার ও সংস্কার পাশাপাশি চালিয়ে নিয়ে উপযুক্ত সময়ে নির্বাচন হওয়া উচিত।

তিনি বলেন, দ্রূত নির্বাচন হবে আর সচ্ছ ও সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন অভ্যূন্থান পরবর্তী সময়ে কলঙ্কে পরিনত হবে। 

সোমবার নীলফামারীর ছয়টি উপজেলা সফরের অংশ হিসেবে দুপুরে ডোমার ও বিকেলে জলঢাকায়, বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবীতে এক  পথ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ছিলো দুর্নীতির আখড়া। দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। 




সারজিস বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ নেই। তারা একটা কারণে আসবে, সেটা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।



পথসভায় এনসিপি'র যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ন মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, সাদিয়া ফারজানা দিনাসহ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


Post a Comment

Previous Post Next Post