তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হওয়ায় বিজয়-সৌম্যদের ব্যাটিংয়ে ছিল আলাদা নজর। সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করেছেন তারা। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সফরকারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই তৃতীয় উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই তৃতীয় উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ।
